
The Truth Of Bengal : টানা তিন ম্যাচ তিনটিতেই জয় তুলে নিল কে এল রাহুল-রা। এই তিনটি ম্যাচেই প্রথম ব্যাট করেছে লখনউ। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। কে এল রাহুল ৩১ বলে ৩৩ রানের এবং মার্কাস স্টোইনিস ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এছাড়াও নিকোলাস পুরানের ৩২ ও আয়ুশ বাদোনির ২০ রানের ইনিংসের দৌলতে ১৬৪ রানের লক্ষ্য রাখে গিল-দের সামনে।
গুজরাট টাইটান্স ব্যাটসম্যানরা সেই রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৩০ রানেই অলআউট হয়ে যায়। সাই সুদর্শন ২৩ বলে ৩১ রান করেন। রাহুল তেওয়াতিয়া করেন ৩০ রান। এছাড়া কেউ ২০ রানের গন্ডি টপকাতে পারেননি। বল হাতে মায়াঙ্ক যাদব না থাকলেও যশ ঠাকুর তাঁর অনুস্থিতি বুঝতেই দেননি। ৩.৫ ওভার বল করে ৩০ রান দিয়ে ১টি মেডেন ওভার ও ৫ টি উইকেট তুলে নেন। ক্রুনাল পান্ডিয়া ৪ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়াও নবিন-উল-হক ও রবি বিষ্ণুই ১টি করে উইকেট তুলে নেন।