IPL 2024

জয়ের হাসি কেকেআরের, খালি হাতেই ফিরলেন সৌরভ!

The Truth Of Bengal: দাদা বনাম বাদশাহ এর ম্যাচে সৌরভের ইডেনে ম্যাচ শেষে জয়ের হাসি হাঁসলেন কিং খান। দিল্লিকে পরাস্ত করেই এদিন সৌরভের ইডেন থেকে সাত উইকেটে জিতে জয়লাভ কেকেআরের। সোমবার ঋষভ পন্থদের চাপের মুখে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করল শ্রেয়সের দল।

সোমবার প্রায় ৫৭ হাজার দর্শকদের একপ্রকার চিন্তায় ফেলে টস জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক। যদিও তাতে চিঁড়ে ভিজল না। ৯ উইকেটে ১৫৩ রানে হেরে ইডেনের চেনা ২২ গজ নিরাশ করল সৌরভ’কে। তবে এদিন কেকেআরের বৈবভ অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর বলিং এর দাপট দেখে অবাক হয়েছেন সকলেই। মাত্র ৬৮ রানেই ৪ উইকেট হারিয়ে একপ্রকার চাপেই পরে যায় দিল্লি এদিনের ম্যাচে। তবে সেখানে অনেকেই আশা করেছিলেন যে, বোধহয় ঋষভ পারবেন দল’কে এই সংকট থেকে তুলে আনতে তবে স্বপ্ন স্বপ্নই থেকে গেল, মাত্র ২০ রান করেন অধিনায়ক তাও আবার ২৭ বলে। তারপর ফিরে গেলেন ড্রেসিং রুমে। কুলদীপ কিছুটা চেষ্টা করেছিলেন হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ’কে কিছুটা নিজেদের কাছে ফিরিয়ে আনতে। পাঁচটি চার ও একটি ছক্কাও হাঁকিয়েছেন। তবে শেষমেশ পারলেন না আর। দিল্লির ইনিংস এদিন শেষ হয় ১৫৩ রানে।

তবে দ্বিতীয় ইনিংস শুরু হতে না হতেই দর্শকদের মধ্যে জয়ের আনন্দ স্পষ্ট হয়ে ওঠে। ওপেনার হিসেবে মাঠে নামেন নারাইন ও ফিল সল্ট। এদিন দিল্লির কোনও বোলার কেই এক ইঞ্চি জায়গা করে দেননি সল্ট। মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান করে দর্শকদের মন ফুরফুরে করে দেন। মোট সাতটি চার ও পাঁচ ছয় হাঁকিয়ে ৩৩ বলে ৬৮ রান করে অক্ষরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর তিন নম্বরে রিঙ্কু’কে নামানোর সিদ্ধান্ত নিলেও লাভের লাভ হয়নি, সঠিক রান পেলেন না রিঙ্কু। ১১ বলে মাত্র ১১ রান করেই ফিরে যান। তবে এরপর বেঙ্কটেশ (২৬) এবং শ্রেয়স (৩৩) রান করেন।

সোমবারের জয়ের পর প্লে-অফের আরও কাছে এগিয়ে গেলেন গম্ভীরের দল। দুই-নম্বর স্থান অধিকার করে ১২এর টেবিলে এগিয়ে শ্রেয়সরা বর্তমানে সেলিব্রেশনের মুডে। শুধুমাত্র জয়ের সেলিব্রেশন নয়! রাসেলের জন্মদিনের সেলিব্রেশনও বোধহয় এতক্ষণে শুরু হয়ে গিয়েছে হোটেলে।

Related Articles