IPL 2024
Trending

KKR vs PBKS: বেয়ারস্টো ঝড়ে উড়ে গেল নাইট শিবির, ৮ উইকেটে বড় জয় পঞ্জাব কিংসের

KKR vs PBKS: Bairstow storms Knight camp, Punjab Kings win by 8 wickets

The Truth Of Bengal: হাইভোল্টেজ ম্যাচের দিকে সন্ধ্যা থেকে নজর ছিল প্রত্যেকেরই। প্রথমে ব্যাট করতে নেমে মারকাটারি খেলেও শেষ রক্ষা হল না কেকেআর-এর। ৮ উইকেটে পঞ্জাব কিংস হারিয়ে দেয় নাইট শিবিরকে। টার্গেট ছিল ২৬১ রান। ক্রিকেটের নন্দনকাননে ঘরের মাঠেই এদিন শ্রেয়স শিবিরকে কার্যত বধ করল পঞ্জাব কিংস। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের অভিমত, জনি বেয়ারস্টোর শতরানের ফলেই ম্যাচ জিততে পেরেছে পঞ্জাব। ৪৮ বলে ১০৮ রান করেন তিনি।

পাশাপাশি, শশাঙ্ক সিং এবং প্রভসিমরান সিং-এর জুটির অনবদ্য পারফরম্যান্সের জেরেই ম্যাচে জয় আসে। যদিও, নাইট ভক্তরা কেকেআর-এর বোলিং স্কোয়াডের এই পারফরম্যান্স মেনে নিতে পারছেনা। তাদের মতে, সুনীল নারিন বা অ্যান্ড্রে রাশেলের মতোন অল-রাউন্ডারদের থেকে এরকম পারফরম্যান্স আশানুরূপ নয়। অপরদিকে, বরুন চক্রবর্তীর অফ ফর্মও বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে পঞ্জাবের ব্যাটারদের। নারিন-সল্টের জুটি ১৩৮ রানের পার্টনারশিপ করেও লাভ হল না শেষমেষ।

পাওয়ার প্লে থেকেই যেভাবে অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ ওয়েতে খেলছিল পঞ্জাব, তখনই কিছুটা আন্দাজ করা গেছিল ম্যাচের ফলাফল কী হতে পারে। তবে, ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে বেরিয়ে যাওয়া কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কেকেআর শিবিরকে। এমনকি, কটাক্ষের সুরে ক্রিকেট ফ্যানেরাও বলছেন, স্টার্ককে খেলালে হয়তো ফলাফল ভাল হতে পারত। তবে, এদিনের ম্যাচ থেকে কেকেআর শিক্ষা নিয়ে আগামীতে কতটা নিজেদেরকে ময়দানে পেশ করতে পারে, এখন সেটাই দেখার।

Related Articles