আন্তর্জাতিক

সংখ্যালঘু নির্যাতনের কথা মানল ঢাকা, ভারতের চাপে গ্রেফতার ৭০

Yunus government admits minority oppression allegations, 70 arrested

Truth Of Bengal: বাংলাদেশে সংখ্যালঘু নীপিড়ন কয়েকগুণ বেড়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এই নির্যাতন বেড়েছে বলে অভিযোগ করছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। একের পর এক ইস্কনের মন্দিরে হামলা-ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। হিংসার খুল্লমখুল্লা পেশী প্রদর্শন দেখেও নিশ্চুপ ইউনুস সরকার। এর মধ্যে এক হিন্দু মহিলা সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাই সংখ্যালঘুদের স্বার্থে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ঢাকাকে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ করার জন্য বার্তা দেন।

ভারত স্পষ্ট জানিয়ে দেয়, সংখ্যালঘুদের ওপর অত্যাচার দিল্লি মোটেই ভালো চোখে দেখছে না। তাই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়ে ইউনুস সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রস্তাব দেয় ভারত। আন্তর্জাতিক মহলেও এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। অবশেষে নড়েচড়ে বসল বাংলাদেশ সরকার। তাই ভারতের চাপের মুখে পড়ে তারা ৭০জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ইউনুস প্রশাসনের তরফে মহম্মদ শফিকুল আলম জানিয়েছেস,গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭০ জনকে। এছাড়া পুলিশের পক্ষ থেকে হিংসা সংক্রান্ত সব তথ্য সংগ্রহের কাজ চলছে জোর কদমে। ধরপাকড়ের আগে বিএনপির কয়েকজন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দেয় ইউনুস সরকার। তাই এই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে আওয়ামি লিগ। শেখ হাসিনা ভার্চুয়াল মিডিয়ায় বাংলাদেশে অরাজকতা নিয়ে গর্জন তুলেছেন। আমেরিকা সহ ইউরোপের নানা দেশে এই বিষয়ে উদ্বেগের সুর শোনা গেছে। তাই বিশ্বশান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে বাংলাদেশ তাদের নীতিগত সংশোধন করে কিনা তার দিকে কড়া নজর রাখছে দিল্লি।

Related Articles