আন্তর্জাতিক

স্কুলে ধারাল অস্ত্র নিয়ে হামলা তরুণের, মৃত বছর ৭-এর শিশু

Youngster attacked school with sharp weapon, 7-year-old child dead

Truth Of Bengal: ফের স্কুলে হামলার ঘটনা। এবার ঘটনাস্থল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের একটি স্কুল। এদিন এক ১৯ বছর বয়সী ছেলে স্কুলে হামলা চালায় আচমকা। এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে থাকে। হামলার ঘটনায় নিহত এক ছাত্রী। পাশাপাশি গুরতর জখম এক শিক্ষক এবং পাঁচ পড়ুয়া।

শুক্রবার ঘটে এই হামলার ঘটনা। সকাল ৯:৫০ নাগাদ প্রেকো প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায় ১৯ বছর বয়সী এক তরুণ। ৭ বছর বয়সী এক ছাত্রীর মৃত্যু হয়েছে এই ঘটনায়। পুলিশ সূত্রে খবর, হামলাকারীকে আটক করা হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে ওই তরুণ।

১৯ বছর বয়সী হামলাকারী, একজন প্রাক্তন ছাত্র বলে মনে করা হয়। শুক্রবার ভোরে প্রেকো প্রাথমিক বিদ্যালয়ের একটি প্রথম শ্রেণীর শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং একটি ছুরি দিয়ে শিক্ষক এবং বেশ কয়েকটি শিশুকে আক্রমণ করে। শহরের বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

জাগরেব পুলিশ জানিয়েছে,”হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে”।

Related Articles