
The Truth of Bengal: মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন নতুন একটি রাজনৈতিক দল গড়ার তোড়জোড় করেছেন। ইয়ামিনের আইনজীবী জানিয়েছেন, আবদুল্লাহ ইয়ামিন তাঁর উত্তরসূরির কাছ থেকে সরে এসে নতুন দল গড়তে চান। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টের সামনে সংসদীয় নির্বাচনের আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান তিনি। গত সেপ্টেম্বরের নির্বাচনে জিতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপসের প্রার্থী মোহামেদ মুইজ্জু।
১৭ নভেম্বর শপথ নেন তিনি। মুইজ্জু চীনঘেঁষা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এবারের নির্বাচনে মোহামেদ মুইজ্জু মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহকে হারিয়ে ক্ষমতায় বসেন। ভারতপন্থী হিসেবে পরিচিত সলিহ। আর প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনও চীনঘেঁষা। মালদ্বীপ শুধু পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ নয়, ভারত মহাসাগরে অবস্থানের কারণে ভূরাজনৈতিক ভাবেও দেশটির কৌশলগত গুরুত্ব বেশ অনেকটাই। পূর্ব পশ্চিমের নৌ বাণিজ্যপথ মালদ্বীপ ছুঁয়ে গেছে।
বছর ৪৫ এর মোহামেদ মুইজ্জুরকে অনেকে আবদুল্লাহ ইয়ামিনের ‘প্রক্সি’ হিসেবে বিবেচনা করেন। কারন দুজনের মতাদর্শ ও রাজনৈতিক ভাবনা চিন্তা একই গত্রের। তাঁরা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইয়ামিন দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এবারের নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইয়ামিনের ‘প্রক্সি’ হয়ে মুইজ্জু ক্ষমতায় বসেছেন। মুইজ্জু নতুন সরকার গঠনের সপ্তাহান্তে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। তাঁকে সুদু ভাবাচ্ছে ইয়ামিনের নতুন রাজনৈতিক দল গড়ার তোড়জোড়। ইয়ামিনের অভিযোগ, মুইজ্জু পিপিএমে রাজনৈতিক নেতৃত্ব ‘ছিনতাই’ করার চেষ্টা করছেন। তাই নতুন দল গড়ে তিনি মুইজ্জুকে চ্যালেঞ্জ জানাবেন।