হিমালয়ের ওপর এ কীসের আলোক শিখা, নাসার প্রকাশিত ছবিতে আলোড়ন
What is this light on the Himalayas, stir in the image released by NASA

The Truth of Bengal: সম্প্রতি চিন এবং ভুটান সীমান্তে হিমালয় পর্বতমালার ওপর বজ্রঝড় থেকে ছুটে আসা বিশালাকার জাইগ্যানটিক জেটের রুদ্ধশ্বাস সিরিজ সামনে এল। সম্প্রতি NASA লেন্সবন্দি করেছে সেই বিরল দৃশ্য। ১ মিনিটে চারটে বজ্রপাত ক্যামেরাবন্দি করা হয়। ছবিগুলি সামনে আসার পর বিরাট কৌতূহল শুরু হয়েছে।
কয়েক সেকেন্ডের মধ্যে পর পর পাঁচটি বজ্রপাতের রঙিন আলোর নাচ দেখা যায় ভুটান-চিন সীমান্তে রাতের আকাশে। ১৮ জুন তোলা এই ছবিকে ‘অ্যাস্ট্রোনমি ফটো অফ দ্য ডে’ বলে ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র। ‘জায়গান্টিক জেট’ আদতে প্রচন্ড শক্তিশালী এক বজ্রপাত। যার দৈর্ঘ্য হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত।
দৈত্যাকার এই বজ্র পৃথিবীর আয়নোস্ফিয়ার এবং বজ্রগর্ভ মেঘের মধ্যে মুহূর্তের সেতুবন্ধন করে। যা তীব্র শক্তিশালী এক বিদ্যুৎক্ষেত্র। গত ১৮ জুন নাসার ‘অ্যাস্ট্রোনমি ফটো অফ দ্য ডে’ নামে এই ছবিটি পোস্ট করার পর আলোড়ন পড়ে যায়। ঝড়ের মেঘ থেকে আকাশে ঊর্ধ্বমুখী বজ্রপাত শেষ পর্যন্ত হারিকেন ফ্র্যাঙ্কলিনে পরিণত হয়। এই বিশাল জেটগুলি খুব কমই প্রত্যক্ষ করা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলীয় সীমানা পর্যন্ত প্রসারিত করার ক্ষমতা রাখে এই আলক শিখা। তবে এমন মনোরম দৃশ্য দেখে অবাক মানুষ।
বিশালাকার জেটের এই বিষয়টি মাত্র দুই দশক আগে আবিষ্কৃত হয়েছে। তাই এই বিষয়ে মানুষের জ্ঞান এখনও সীমিত। বিজ্ঞানীরা এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।