আন্তর্জাতিক

গাজায় ইজরায়েল-হামাসের যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র

US vetoes UN resolution calling for Israel-Hamas ceasefire in Gaza

Truth of Bengal: গাজায় ইজরায়েল-হামাসের চলমান যুদ্ধ বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বলেছে, বুধবারের (২০ নভেম্বর) উত্থাপিত প্রস্তাবটিতে হামাসের হাতে এখনও আটক ইজরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির বিষয়টি নেই। এদিকে লেবাননে ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাঁর দেশ যুদ্ধ বন্ধের যেকোনও চুক্তিতে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অধিকার চায়।

লেবাননের সরকার সম্ভবত এ ধরনের যেকোনও দাবিকে তাঁর দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখবে। যা  ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে সেপ্টেম্বর থেকে এক বছরেরও বেশি সময় ধরে চলা সর্বাত্মক যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে জটিল করে তুলবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইজরায়েলি বিমান হামলা ও স্থল যুদ্ধে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ। যুদ্ধের কারণে প্রায় ১২ লক্ষ মানুষ বা লেবাননের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইজরায়েলের ৮৭ সেনা ও ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের অভিযানের পরদিন থেকেই ইজরায়েলে গোলাবর্ষণ শুরু করে হিজবুল্লা।

গাজা উপত্যকায় ইজরায়েলের প্রতিশোধমূলক যুদ্ধে প্রায় ৪৪ হাজার প্যালেস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ৭ অক্টোবরের হামাসের ওই হামলায় ইজরায়েলে প্রায় ১২০০ মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং আরও ২৫০ জনকে অপহরণ করা হয়। গাজার অভ্যন্তরে প্রায় ১০০ জন ইজরায়েলি জিম্মি রয়েছে। যাদের অন্তত এক তৃতীয়াংশ নিহত বলে ধারণা করা হচ্ছে।

Related Articles