অকেজ জিপিএস ট্র্যাকার, সৌদির মরুভূমিতে মৃত্যু ভারতীয় এক যুবকের
Unused GPS tracker, Indian youth dies in Saudi desert

Truth Of Bengal: সৌদি আরবের মরুভূমিতে মারা গেলেন ভারতের তেলেঙ্গানার এক যুবক। জানা গিয়েছে, ভারতীয় এই যুবকের সাথে তার এক বন্ধুও ছিলেন কিন্তু তিনিও মারা গিয়েছে ভারতীয় ওই যুবকের মত। মরুভূমিতে এগিয়ে যাওয়ার একমাত্র ভরসা জিপিএস ট্র্যাকার। কিন্তু সেই সিগন্যাল খারাপ হওয়ার জেরে তারা মরুভূমিতে আটকা পরে যায়।
তেলেঙ্গানার ওই মৃত যুবকের নাম মহম্মহ শেহজাদ খান বলে জানা গিয়েছে, বয়স ২৭। সৌদির একটি টেলিকমিউনিকেশন সংস্থায় এই নিয়ে তিন বছর কর্মরত ছিলেন মহম্মদ শেহজাদ। সম্প্রতি কিছু দিন আগে সুদানের এক যুবককে সঙ্গে নিয়ে সৌদির রাব আল খালি মরুভূমি পেরিয়ে কোথাও যাত্রা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শেহজাদ।
শেহজাদরা রাব আল খালি মরুভূমিতে তাদের যাত্রা আরম্ভ করার কিছু দিন পরেই আর তাদের খোঁজ পাওয়া যায়নি। কেউই তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। তারপর এই বৃহস্পতিবার মরুভূমির মধ্যে রাস্তার ধারে শেহজাদ ও তার সাথের যুবকটির মৃতদেহ উদ্ধার করা হয়। অধিক গরম পড়ায় ডিহাইড্রেশন হয়ে মারা গিয়েছে দু’জন, প্রাথমিভাবে এমনটাই জানা গিয়েছে।
জানা গিয়েছে, মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় তাঁদের ফোনে থাকা জিপিএস ট্র্যাকার কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে। যার জেরে দুজনেই রাস্তা হারিয়ে ফেলে, শুধু তাই নয় তার সাথে তাদের ফোনের চার্জও ফুরিয়ে গিয়েছিল। সে কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারেননি। মরুভূমিতে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে তাদের সমস্ত খাবার ও গাড়ির জ্বালানি ফুরিয়ে যায়। তারপর এদিন তাদের গাড়ির কাছেই শেহজাদদের মৃতদেহ পাওয়া গিয়েছে।