
The Truth of Bengla : বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ীতে প্রচণ্ড তাপপ্রবাহে হিট স্ট্রোকে মৃত্যু। হিট স্টোকে প্রাণ হারিয়েছে দুজনের। বছর ৫৮ এর মোতাহার আলী ও অপর জন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাক চালক বছর ৫২ এর বিল্লাল হোসেন।
গ্রীষ্ম-এর ভীষণ তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
নিহত মোতাহার আলীর ছেলে সানজিদ আহম্মেদ সুইট বলেন, হঠাৎ করে শনিবার তার বাবা জ্বরে আক্রান্ত হন। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেয়ার সময় বিকেলে তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়েগেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ট্রাকমালিক সোহরাব হোসেন বলেন, যশোর থেকে পাথরের ডাস্টের ভাড়া আনতে বড়পুকুরিয়া এলাকায় যান ট্রাকচালক বিল্লাল হোসেন। ২০ এপ্রিল শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।