নাইজেরিয়ার মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪৮ জনের
Tragic accident on Nigerian highway, 48 people died due to fire

Truth Of Bengal: রবিবার নাইজেরিয়ায় একটি জ্বালানী তেল ট্যাঙ্কারের সাথে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৪৮ জনের।
দেশটির জরুরি প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, উত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় এই ঘটনা ঘটেছে । একটি গাড়িতে করে গবাদি পশু পরিবহন করা হচ্ছিলো, এমন সময় এই দুর্ঘটনা ঘটে। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ৫০টি প্রাণীর।
নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব ঘটনায় শোক প্রকাশ করেছেন। যুদ্ধকালীনকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায় উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে, ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, কিন্তু পরবর্তী আপডেটে, বাবা-আরব জানিয়েছে যে, আরও ১৮জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, আগুনে পুরোপুরি ঝলসে গেছে। নিহতদের গণদাফন করা হয়েছে বলে জানা যায়।
এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে বিপর্যয় এড়াতে ট্রাফিক নিয়ম মেনে চলার নিদান দেন মোহাম্মদ বাগো।
নাইজেরিয়ার সড়কে ট্রাক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস ১,৫৩১ টি ট্যাংকার দুর্ঘটনা রেকর্ড করেছে। যার ফলে মৃত্যু হয়েছে ৫৫০ জনের, আহত হয়েছে প্রায় ১০০০ জন। রবিবারের এই মর্মান্তিক ঘটনা সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার ইঙ্গিত দেয়।