
The Truth of Bengal: তিতাস গ্যাসলাইনের পাইপ ফেটে আগুন ধরে যআওয়ার ঘটনায় চাঞ্চল্য। নারায়নগঞ্জের পঞ্চবটী এলাকার ঘটনা। পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল উড়ালসড়কে নির্মানকাজ চলাকালীন ঘটে যায় এই দুর্ঘটনা। রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ওই ছয়টি ইঞ্জিনের আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ততক্ষণে ওই আগুণে পুড়ে ছাই হয়ে যায় আটটি দোকান।
তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় তিতাসের গ্যাস সরবরাহ। একইসঙ্গে বন্ধ হয়ে পড়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১১ হাজার ভোল্টের বিদ্যুত সরবরাহ। পুলিশ সূত্রে খবর, পঞ্চবটী এলাকায় পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল ফ্লাইওভার নির্মানকাজে ঠিকাদারি প্রতিষ্টান পাইলিংয়ের কাজের সময় তিতাস গ্যাস লাইনের ১২ ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।
আগুনের উচ্চতা প্রায় পাঁচতলা ভবনের সমান বলেই খবর। আতঙ্কিত হয়ে আশেপাশের মানুষজন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পাশে থাকা মুদিখানার দোকান সহ মোট আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দমকেলর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে বর্তমানে ফুটো হয়ে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ চলছে বলে জানা যাচ্ছে। সেই কাজ শেষ হলে ফের শুরু হবে গ্যাস সরবরাহ।