আন্তর্জাতিক

নিজ দেশে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে ইউনুস সরকারের তিন প্রস্তাব  

Three proposals of the Yunus government regarding the return of the Rohingya to their country

Truth Of Bengal: এবারে রোহিঙ্গাদের নিয়ে নিজ দেশে প্রত্যাবর্তন বিষয়ক তিনটি প্রস্তাবে উপনীত হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মায়ানমারে অত্যাচারের মুখে পড়ে প্রায় নিরুপায় হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। তবে এখন ইউনুস সরকার চাইছে যাতে তারা বাংলাদেশ ছেড়ে নিজের জায়গায় ফিরে যায়।

ইতিমধ্যেই তার জন্য অন্তর্বর্তী সরকারের তরফে তিনটি প্রস্তাব রাখাও হয়েছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা করেন ইউনুস। উচ্চ পর্যায়ের ওই সভায় তিনটি প্রস্তাবনা তুলে ধরে ইউনুস বলেন, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কনফারেন্স আয়োজন করতে হবে। যা সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সৃজনশীল ও কার্যকরী পন্থা নির্ধারণ করবে। দ্বিতীয়ত জাতিসংঘ ও বাংলাদেশের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’কে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং শেষ পর্যায়ে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলির সমর্থন পেতে হবে। আর সেই সময়েই ইউনুস বিশ্ব নেতৃবৃন্দকে মনে করিয়ে দেন যে, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দান করেছে।

সম্প্রতি ২০ হাজার মতো শরণার্থী বাংলাদেশে আশ্রয় খুঁজে পেয়েছে বলেও দাবি করেছেন। ইউনুসের কথাতে আরও উঠে আসে, রোহিঙ্গা সংকট বাংলাদেশে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ তৈরি করছে, যার ফলে নিরাপত্তার দিকটি অনিশ্চিত হয়ে পড়েছে। জাতিসংঘের বিভিন্ন মহলের তরফে মায়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে যদিও সংকটমূলক কিছু সমস্যার কারণে তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। ইউনুস সরকার রোহিঙ্গা শরণার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অংশীজনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তার পাশাপাশি রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকটের উত্তরণের দিশা দেখান।

Related Articles