আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের সংস্কার করা দরকার, আবারও দাবি করল নয়াদিল্লি

The Security Council needs to be reformed, New Delhi reiterated

The Truth Of Bengal : বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ  ভারতে। সামাজিক ও আর্থিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য থাকা সত্ত্বেও ভারতে গণতন্ত্র বজায়  রয়েছে। রয়েছে  বৈচিত্র্যের মধ্যেও ঐক্য । বিশ্বের যে কোনও অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে রাষ্ট্রসংঘের ভূমিকা অনবদ্য।শ্রীলঙ্কা হোক বা কঙ্গো যেকোনও দেশে অশান্তি মাথা চাড়া দিলেই নয়াদিল্লি বরাবরাই শান্তিসেনা পাঠিয়েছে। এই অবস্থায় কেন ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছে ভারত।আগেও এবিষয়ে সরব হয়েছে,এবার আরও উচ্চস্বরে একই দাবিতে সোচ্চার হল নয়াদিল্লি।

সম্প্রতি ভারতের তরফে বলা হয়,  “বিশ্বের নানা পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকে না সদস্য দেশগুলির কাছে। তার ফলেই বর্তমানের অনেক পরিস্থিতি প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়তে হয় তাঁদের। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কী ধরনের পরিবর্তন আনা দরকার, আমার মনে হয় সব দেশেরই সেই নিয়ে পরিষ্কার একটা ধারণা আছে।   রাষ্ট্রসংঘে ভারত কী ভূমিকা পালন করবে, সেই নিয়েও অন্যান্য রাষ্ট্রের সুস্পষ্ট ধারণা  নেই বলেও  ভারত স্পষ্ট করেছে। এই অবস্থায় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি রুচিরা কাম্বোজ জানিয়েছেন,  নিরাপত্তা পরিষদকে শক্তিশালী করতে মৌলিক সংস্কারের প্রয়োজন রয়েছে।

আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলি এবং ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের স্থায়ী সদস্যপদের গুরুত্ব নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে। ব্রাজিল –ফ্রান্স সহ একাধিক রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে সওয়াল করেছে। ভারতীয় এই কূটনীতিকের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে নিয়মিত বিতর্ক হয়। কিন্তু এই সংস্কারের জন্য কোনও সময়সীমা ধার্য হয় না। কোনও চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয় না। যে যাঁর বিবৃতি দিয়ে নিজের টেবিলে ফিরে যান।এর আগেও, একটি আলোচনায় কাম্বোজ নিরাপত্তা পরিষদকে শক্তিশালী করতে মৌলিক সংস্কারের প্রয়োজনের পক্ষে সওয়াল করেছেন। এখন রাষ্ট্রসংঘের সংস্কারের পক্ষে ভারতের এই জোরালো দাবি,আর্ন্তজাতিক দুনিয়ায় কোনও ছাপ রাখতে পারে কিনা সেটাই লক্ষ্যণীয়।

FREE ACCESS

 

Related Articles