আন্তর্জাতিক

বাংলাদেশের আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি মঙ্গলের পরিবর্তে সোমবার পালন

The 'March to Dhaka' program of the agitators of Bangladesh will be observed on Monday instead of Tuesday

The Truth Of Bengal: রবিবার বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকারীরা তাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি মঙ্গলবারের পরিবর্তে সোমবার পালন করার ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেশের প্রত্যেক প্রান্তের আন্দোলনকারীদের ঢাকায় আসার জন্য  এক বিজ্ঞপ্তি দিয়ে আহ্বান জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, “পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার  করা হলো।”বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ বলেন, ‘সরকার আজ (রবিবার) অসংখ্য ছাত্র-জনতাকে খুন করেছে। এবার সময় এসেছে চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন।

যাঁরা পারবেন, আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোয় অবস্থান নিন।’তিনি এর সাথে আরও বলেন, ‘সময় এসে গেছে এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার। ইতিহাসের অংশ হতে সবাই ঢাকায় আসুন। যেভাবে পারেন, ঢাকায় আসুন। ছাত্র-জনতা মিলে একত্র হয়ে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব।’

 

Related Articles