আন্তর্জাতিক

বৃহস্পতিবারও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

The agitation intensified on Thursday as well, the agitation will continue until the demands are met.

Truth Of Bengal: বাংলাদেশে বুধবার থেকে লাগাতার উত্তেজনা ছড়িয়েছে। রাতভর চলেছে আন্দোলন। চেনা ছবি ফিরে এল আবারও বেশ কিছুমাস পর। রাত বেড়েছে আন্দোলনের ঝাঁঝ তীব্রতর হয়েছে। বুধবার, ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানা যায়, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তারা আন্দোলন করেন।

তাদের দাবি মূলত ছিল, প্রথম দাবি ছিল, যতদিন না পর্যন্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয় ততদিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। দ্বিতীয়ত,  ২০২৫- ২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট বাদ না দিয়ে তা অনুমোদন করতে হবে। তৃতীয়ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বুধবারের পর বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান-বিক্ষোভের কারণে কাঁকরাইল মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে থাকা রমনা থানা এসআই বলেন, আন্দেলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কের যান চলাচল বন্ধ।

Related Articles