আন্তর্জাতিক

অবাক কাণ্ড ! ছোট্ট পাখি বোকা বানাল দুঁদে পুলিশদের

Surprise! The little bird fooled the cops

The Truth Of Bengal :  সুন্দর ছোট্ট সুদৃশ্য পাখি। গলার সুরেলা আওয়াজের জন্য বিখ্যাত স্টারলিং পাখি। এই সুরেলা পাখি দেখা যায় ব্রিটেনে। গলার আওয়াজ নকল করতে এই পাখি ওস্তাদ। সম্প্রতি এই পাখি এমনই গলার আওয়াজ নকল করেছে যে তাতে বোকা বনে গিয়েছেন দুঁদে পুলিশ আধিকারিকরাও।
ব্রিটেনের টেমস ভ্যালি থানার পুলিশের গাড়ির আধিকারিকরা একেবারে বেকুব বনে যান।

কীভাবে ছোট্ট পাখি বোকা বানাল পুলিশকে?

সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফে ভিডিও শেয়ার করা হয়। তা মুহূর্তে ভাইরাল হয়। ভিডিওতে ব্রিটিশ পুলিশের মুখপাত্র বলেন, পাখির নকল করা বা মিমিক্রি এতটাই নিখুঁত ছিল যে পাখির গলার আওয়াজ না পুলিশের গাড়ির সাইরেনের মধ্যে তফাৎ করতে পারেননি গোয়েন্দারা। এটা ১০০% আসল, এপ্রিল ফুল মশকরা নয় বলে নিজেই জানান পুলিশের মুখপাত্র। নেটিজেনরা পাখিকে পুলিশের ফ্লায়িং স্কোয়াডের সদস্য বলেছেন। ছোট্ট ল্যাজবিশিষ্ট স্টারলিং পাখি গলার স্বর নকল করার জন্য বিখ্যাত। ত্রি কোণাকৃতির পাখনা আর সরু ঠোঁট হয় এই সুন্দর পাখির। রঙ বদলায় এই পাখি। শীতে গায়ে সাদা ছিটে দেখা যায় আর গরমে কালো কুচকুচে রঙ হয়। বৈজ্ঞানিক নাম Sturnus vulgaris।

ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, উত্তর আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে দেখা মেলে এই পাখির। স্টারলিং পাখি মানুষের গলা থেকে শুরু করে অন্য পাখিদের গলার আওয়াজও অবিকল নকল করতে পারে। ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ির সাইরেন নকল করছে স্টারলিং পাখি। প্রথমে পুলিশ আধিকারিকরা বুঝতেই পারেননি যে এটা গাড়ির মধ্যে থাকা সাইরেন নয় পাখির আওয়াজ। তাঁরা প্রথমে ভেবেছিলেন গাড়ির সাইরেনের বুঝি কিছু গন্ডগোল হয়েছে। পরে বুঝতে পারেন নিজেদের ভুল।

Related Articles