সুদানে ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই, রিপাবলিকান প্যালেস দখল করল সেনাবাহিনী
Sudan army seizes Republican Palace as power struggle

Truth of Bengal: দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর সুদানের রাজধানী খারতুমের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা রিপাবলিকান প্যালেস পুনরুদ্ধার করল সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত ভবনের ভেতরে দাঁড়িয়ে সেনারা চিৎকার করছে— “ভগবান সর্বশক্তিমান।” সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইসার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন, “আজ পতাকা তোলা হয়েছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি।”
সুদানের বর্তমান অস্থিতিশীলতার মূল শিকড় ২০১৯ সালে, যখন দীর্ঘদিনের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে দুই বাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যা ২০২৩ সালে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়।
এই সংঘর্ষের কেন্দ্রে রয়েছেন দুই সামরিক নেতা—
- আবদেল আল-ফতা আল-বুরহান: সুদানের সেনাপ্রধান এবং ২০১৯ সাল থেকে শাসক কাউন্সিলের প্রধান।
- মহম্মদ হামদান দাগালো (হেমেদতি): আরএসএফ-এর প্রধান এবং সেনা পরিষদের অন্যতম সদস্য।
একসময় তারা একসঙ্গে কাজ করলেও, ক্ষমতার দ্বন্দ্ব তাদের পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। গৃহযুদ্ধের ফলে সুদান ভয়াবহ সংকটে পড়েছে। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছেন। অনেকেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
সেনাবাহিনী বড় সাফল্য পেলেও সংঘর্ষ শেষ হয়নি। বিশেষজ্ঞদের মতে, যদি দুই পক্ষ সমঝোতায় না আসে, তবে সুদানের সংকট আরও গভীর হবে। দেশটির সাধারণ মানুষ আশা করছে, হয়তো একদিন এই রক্তক্ষয়ী লড়াই শেষ হবে এবং শান্তি ফিরে আসবে।