ছুরি হাতে এলোপাথাড়ি কোপ পড়ুয়ার! চিনের কলেজে হাড়হিম হত্যালীলা
Student attacked with knife indiscriminately! Horrific massacre at Chinese college

Truth of Bengal: কদিন আগেই একদল মানুষের ভিড়ে গিয়ে সজোরে ধাক্কা দিয়েছিল একটি গাড়ি। প্রাণ গিয়েছিল ৩৫ জনের। গুরুতর জখম হয়েছিলেন বহু। চিনের জুহাইয়ের সেই ঘটনায় ৬২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।
এবার কলেজে ছুরি নিয়ে হামলা চালাল এক পড়ুয়া। এই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। এই ঘটনা ঘটেছে চিনের জিয়াংসুর ইয়িক্সিং শহরে। উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজি’-তে ছুরি নিয়ে দাপিয়ে বেড়াল ওই কলেজেরই পড়ুয়া।
তবে, কেন এমন ঘটনা ঘটাল সে? জানা যায়, চলতি বছর স্নাতক পরীক্ষা দিলেও পাস করতে পারেনি ওই পড়ুয়া। রাগে কলেজে এসে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অভিযুক্তকে গ্রেফতারের পর জেরায় সে এই হামলার ঘটনা স্বীকার করেছে।
প্রসঙ্গত, জুহাইকাণ্ডের আগে গত অক্টোবরেই বেজিং-য়ে পড়ুয়াদের ওপর ছুরি দিয়ে আক্রমণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আটক করা হয়েছিল এক ব্যক্তিকে। তার আগে সেপ্টেম্বরে সাংহাই সুপারমার্কেটে চলা হামলায় প্রাণ খুইয়েছিলেন তিনজন। বারবার কেন এমন ঘটনা জিনপিং-এর দেশে, উঠছে সেই প্রশ্ন।