আন্তর্জাতিক

সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ,আটক ছয় বাংলাদেশি

Six Bangladeshis arrested for illegally entering Bangladesh through border

Truth of Bengal: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ বেড়েছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সীমান্তকে করিডোর হিসাবেব মূলত ব্যবহার করছে অবৈধ অনুপ্রবেশকারীরা। বেশিরভাগই অবশ্য ধরা পড়ছে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায়। এবার ত্রিপুরার জিরানিয়া রেলস্টেশন থেকে  ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তিনজন পুরুষ ও তিনজন তৃতীয় লিঙ্গের সদস্য-সহ ওই ব্যক্তিদের আটক করা হয়েছে। অন্য রাজ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে ধরা পড়েন তাঁরা। এই অভিযান যৌথ ভাবে চালিয়েছে আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।

কর্তৃপক্ষ সন্দেহ করছে, যে এই অনুপ্রবেশের ক্ষেত্রে আরও লোক জড়িত থাকতে পারে। প্রশাসন জানিয়েছে, তদন্ত এগোচ্ছে, খুব দ্রুত আরও গ্রেফতারের আশা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ নিয়ে আগরতলা জিআরপি স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের নভেম্বর মাসের মধ্যেই আদালতে হাজির করার কথা রয়েছে।

Related Articles