Singapore: মেয়েকে স্কুলে ভর্তি করাতে ভুল ঠিকানা! সিঙ্গাপুরে মহিলাকে এক সপ্তাহের জেল
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা তাঁর আট বছরের মেয়ে এবং পুরুষ সঙ্গীর সঙ্গে অন্য একটি ঠিকানায় থাকতেন।
Truth of Bengal: শহরের একটি নামকরা প্রাথমিক স্কুলে মেয়েকে ভর্তি করাতে গিয়ে ভুল ঠিকানা দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরের এক ৪২ বছর বয়সি মহিলাকে এক সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার এই সাজা ঘোষণা করা হয়। তবে অভিযুক্ত ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা তাঁর আট বছরের মেয়ে এবং পুরুষ সঙ্গীর সঙ্গে অন্য একটি ঠিকানায় থাকতেন। কিন্তু মেয়েকে ওই স্কুলে ভর্তি করানোর সুবিধার জন্য তিনি তাঁরই মালিকানাধীন একটি ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন। সূত্র অনুযায়ী, ফ্ল্যাটটি স্কুলের ১ কিলোমিটারের মধ্যে ছিল। সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী, স্কুলের ১ কিলোমিটারের মধ্যে পড়ুয়ার বাড়ি হলে ভর্তির সুবিধা পাওয়া যায়, সেই সুবিধা নিতেই এই প্রতারণার আশ্রয় নেওয়া হয়।
তদন্তে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে দেওয়া ঠিকানায় থাকেন না। কারণ তিনি ফ্ল্যাটটি অনেক আগেই ভাড়া দিয়েছিলেন। ভুল তথ্য দিয়ে বারবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই মহিলা। এমনকি, তিনি ফ্ল্যাটের ভাড়াটিয়াদেরও মিথ্যা কথা বলার জন্য চাপ দেন বলে অভিযোগ। এরপরেই স্কুলের পক্ষ থেকে সিঙ্গাপুর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আদালত এই ঘটনাটিকে ‘পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে। বিচারক শর্মিলা শ্রীপথি-শানাজ বলেন, “শিক্ষাব্যবস্থার নিয়মকে নষ্ট করার জন্যই এই কাজ করা হয়েছে। এই কাজ কঠোরভাবে দমন করা দরকার, যাতে অন্য কেউ এমন প্রতারণার কথা ভাবতে সাহস না পান।”
বিচারক আরও জানান, অভিভাবকরাই শিশুদের প্রথম শিক্ষক, তাই তাঁদের সততা বজায় রাখা উচিত। যদিও অভিযুক্ত মহিলা বারবার বিচারকের কাছে জরিমানা নিয়ে তাঁকে কারাদণ্ড না দেওয়ার আবেদন জানান, কারণ তাঁর মেয়ে ছোট এবং একা থাকতে পারে না। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয় এবং এক সপ্তাহের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয়।






