স্বামীকে ‘তিন তালাক’ দেওয়ার ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা!
Shaikha Mahra, the princess of Dubai announced to give her husband 'three talaq'!

The Truth of Bengal: গতকাল নিজের ইনস্টাগ্রামে স্বামীকে তিন তালাক দিলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের দাগ লাগলো বিয়েতে। তিনি জানিয়েছেন, স্বামী যখন অন্যদের সাথে বেশিই ব্যস্ত, তখন এ সম্পর্ক টিকিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। রাজকুমারী শাইখা মাহরার সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দুবাইয়ের আমজনতা।
দুবাইয়ের শাসক অর্থাৎ আরব আমিরশাহীর প্রধানমন্ত্রীর কন্যা হলেন শাইখা মাহরা। তিনি মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক কাজ করেছেন। গত বছর শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সাথে তাঁর বিয়ে হয়েছে। প্রায় দু’মাস আগে তাঁদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়েছে, সদ্যোজাত শিশুর সঙ্গে দম্পতির ছবিও বেশ ভাইরাল হয় নেট পাড়ায়। কিন্তু তার পর থেকেই ধীরে ধীরে ফাটল ধরতে থাকে তাদের সম্পর্কে।
View this post on Instagram
সম্প্রতি ইনস্টাগ্রামে থেকে একে অপরের ছবি ডিলিট এবং তারা সাথে আনফলোও করে দিয়েছেন। শোনা গিয়েছে, তারা নাকি ব্লকও করেছেন একে অপরকে। তখন থেকেই বিচ্ছেদের জল্পনা শুরু। কিন্তু গতকাল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দুবাইয়ের রাজকুমারী নিজেই বিচ্ছেদ নিয়ে লিখলেন তার ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, “প্রিয় স্বামী, যেহেতু তুমি অন্য সঙ্গীদের নিয়েই বেশি ব্যস্ত, তাই আমি বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম। ভালো থেকো, ইতি তোমার প্রাক্তন স্ত্রী।” নেটিজেনদের অধিকাংশ রাজকুমারীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। মেয়ে হয়েও বিবাহ বিচ্ছেদের ঘোষণার জন্য কিছু মানুষ তাঁকে কটাক্ষও করেছেন। কিন্তু বেশিরভাগ মানুষ তার সাথে থাকার বার্তা দিয়েছেন।






