আন্তর্জাতিক

Saudi Arabia: উট চলছে বরফের ওপর দিয়ে! চেনা মরুভূমি এখন যেন সুইজারল্যান্ড, ভাইরাল ভিডিয়ো

দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন পুরু তুষারের তলায়।

Truth of Bengal: মরুভূমি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উত্তপ্ত বালি আর মাথার ওপর জ্বলন্ত সূর্য। কিন্তু সেই চিরচেনা মরুপ্রান্তর যদি আচমকা ঢেকে যায় সাদা বরফের চাদরে, তবে তাকে অবিশ্বাস্য মনে হওয়াটাই স্বাভাবিক। এমনই এক বিরল ও বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন পুরু তুষারের তলায়। ধূসর মরুভূমির বুকে বরফের এই লুকোচুরি দেখার জন্য পর্যটকদের ঢল নেমেছে ঠিকই, তবে এই পরিবর্তন বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সৌদি আরবের আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গত কয়েক দশকে এমন হাড়কাঁপানো শীত দেশটিতে দেখা যায়নি। বিশেষ করে তাবুক প্রদেশ এবং রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী তুষারপাত ও বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটার উঁচুতে অবস্থিত জেবেল আল-লজ পর্বতমালা এখন পুরোপুরি বরফে সাদা হয়ে রয়েছে। এমনকি হাইলের মতো চরম শুষ্ক এলাকা থেকেও তুষারপাতের খবর পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, মরুভূমির জাহাজের পিঠেও জমেছে বরফের আস্তরণ, যা দেখে বিশ্ববাসী তাজ্জব হয়ে গিয়েছে।

এই চরম আবহাওয়ার কারণে জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। রিয়াদের স্কুলগুলোতে সরাসরি পঠনপাঠন বন্ধ করে অনলাইন বা রিমোট লার্নিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে এই পরিস্থিতি যেন এক উৎসবের মেজাজ নিয়ে এসেছে। আল-মাজমা এবং আল-ঘাট এলাকায় ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। বালির পাহাড়ের ওপর জমা বরফে অনেককে রোমাঞ্চকর স্কি করতেও দেখা যাচ্ছে।

কিন্তু মরুভূমির এই অনিন্দ্য সুন্দর রূপের পেছনে এক গভীর আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদ হুসেন আল-কাস্তানি। তাঁর মতে, মরুপ্রান্তরে এই তুষারপাত নিছক কোনো ঋতু পরিবর্তন নয়, বরং এটি বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত। পরিবেশের এই ভারসাম্যহীনতা ভবিষ্যতে আরও বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহলে চর্চা শুরু হয়েছে। প্রকৃতির এই খামখেয়ালি আচরণ কি তবে মানব সভ্যতার জন্য কোনো অশনি সংকেত? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।

Related Articles