আন্তর্জাতিক

বিশ্বকে চমকে দিয়ে প্রথম অ্যালকোহল স্টোর খুলতে চলেছে সৌদি

Saudi Arabia is going to open the first alcohol store by surprising the world

Bangla Jago Desk : ‘প্রাপ্ত-বয়স্ক’ হচ্ছে রক্ষণশীল সৌদি। কার্যত বিশ্বকে চমকে দিয়ে প্রথম অ্যালকোহল স্টোর খুলতে চলেছে সে দেশ। রাজধানী রিয়াধে প্রথম সে স্টোর খুলছে বলে জানা গিয়েছে। তবে চাইলেই সবাই সে দোকান থেকে অ্যালকোহল কিনতে পারবেন না।মূলত সৌদিতে বসবাসকারী অ-মুসলিম কূটনীতিকদের কথা মাথায় রেখেই দীর্ঘ ৭০ বছরের ইতিহাস বদলাচ্ছে সৌদি। খুলছে সে দেশের প্রথম মদের দোকান। ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

রীতি ভেঙে মেয়েদের বোরখা পড়ার উপরেও বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। এমনকি গাড়িও চালানো থেকে শুরু করে মহিলাদের স্বাভাবিক জীবন-যাপনের ক্ষেত্রে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। যা সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌদির বর্তমান প্রশাসনকে। কিন্তু ভিশন ২০৩০ টার্গেটকে মাথায় রেখে ধীরে ধীরে সাবালক হচ্ছে সে দেশ। তবে সহজে কিন্তু মিলবে না অ্যালকোহল।

এজন্যে একটি মোবাইল অ্যাপে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আগে। এরপর সৌদি আরবের বিদেশমন্ত্রকের তরফে ছাড়পত্র দেওয়া হবে। আর এরপরেও সংশ্লিষ্ট ওই দোকান থেকে মিলবে অ্যালকোহল। তবে কতটা মদ কিনতে পারবেন সেটাও স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে। অতি-রক্ষণশীল এই মুসলিম দেশে অ্যালকোহল স্টোর  খোলার সিদ্ধান্ত কার্যত ঐতিহাসিক পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। বিশেষ করে সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেও দেখা হচ্ছে। ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সে দেশের অনেকেই।

 

FREE ACCESS

Related Articles