আন্তর্জাতিক

মরু অঞ্চলে বরফের দেখা? অবাক গোটা বিশ্ব

rare snowfall in saudi arabia

Truth Of Bengal: মরুর দেশে শ্বেতশুভ্র বরফের দেখা! শুনে অবাক হলেন? কিন্তু এই অবাক করা ঘটনায় চোখের সামনে দেখা গেল সৌদি আরব ও কুয়েতে। বছরের অধিকাংশ সময় সৌদি আরব ও কুয়েতে যেখানে তীব্র গরমের জেরে হাঁসফাঁস করে মানুষ সেখানে শীতের মরসুমে পারদ নামলো মাইনাসে। যার জেরে গোটা অঞ্চল ঢেকে রয়েছে বরফের চাদরে। এই শীতে দুই জায়গাতেই তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। দুই অঞ্চলেই বইছে তীব্র বেগে শৈত্য প্রবাহ।

এই বিষয়ে সেখানকার আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই আবহাওয়া বিগত কয়েক বছরে এই প্রথম। যেখানে সারাবছর অস্বাভাবিক গরম থাকে সেখানে এই ধরনের আবহাওয়া এর আগে কবে শেষ দেখা গেছে সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। এই পরিস্থিতি সত্যি বিরল।

এই বিষয়ে কুয়েতের আবহাওয়াবিদ জানিয়েছে এই মুহূর্তে কুয়েতে শৈত্য প্রবাহ কমার কোন সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে শৈত্য প্রবাহ। আগামী শুক্রবার পর্যন্ত কুয়েতের বিভিন্ন অঞ্চলে দাপট থাকবে শৈত্য প্রবাহের। তারপর থেকে অল্প অল্প করে কমার সম্ভাবনার কথা জানিয়েছে কুয়েতের আবহাওয়া অফিস। অন্যদিকে সৌদি আরবের একাধিক অঞ্চলে যেমন তাবুক, আলজাওয়াফ, সৌদি আরবের উত্তর ও পূর্ব অঞ্চলের প্রদেশগুলি ছাড়াও রয়েছে রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেম সহ উপকূলীয় অঞ্চলগুলিতে দেখা দিয়েছে বরফ।

ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সৌদি আরবের একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে, পাশাপাশি ঠাণ্ডা থেকে বাঁচার জন্য সৌদি আরব ও কুয়েত দুই অঞ্চলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles