আন্তর্জাতিক

শ্রমিকদের বিক্ষোভের জেরে ব্যাহত পোশাক, ওষুধ সহ বিভিন্ন শিল্পের উৎপাদন

Production of various industries including garments, pharmaceuticals disrupted due to workers' protests

Truth Of Bengal : শতাধিক পোশাক তৈরির কারখানায় ঠিকমতো মজুরি এবং হাজিরা বোনাস না মেলায় বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকেরা। শুধু তাই নয়, তাঁদের এই দুটি দাবি সহ আরও বেশ কিছু দাবি রয়েছে। যতক্ষণ এই দাবি তাঁদের পূরণ না হয় তার জন্য তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রমিকেরা। এর সাথে যাদের চাকরি চলে গেছে এবং  চাকরিপ্রত্যাশীরাও চাকরির দাবির পাশাপাশি নিয়োগে নারী-পুরুষ উভয়েরই সমান অধিকার চেয়ে রাস্তায় নেমেছে। এবং এরই ফলস্বরূপ তারা কারখানায় ভাঙচুর চালায়।

এর ফলে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতা ওষুধ, খাদ্যসহ বিভিন্ন শিল্পেও ক্রমশ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে তার জন্য শিল্পকারখানাগুলির নিরাপত্তা নিশ্চিত করতে অস্থিরতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে।

এরই মধ্যে উপদেষ্টা, পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সাথে সোমবার বিকেলে বৈঠকে বসেন। বৈঠকে নিরাপত্তার বিষয়টি জোরদার করার দাবিও জানানো হয়। আর বৈঠকের পরই সোমবার রাত থেকে শুরু হয় সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান । শ্রমিক বিক্ষোভের কারণে সোমবার পোশাক তৈরি ওষুধ, খাদ্যসহ বিভিন্ন শিল্পের শতাধিক কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যায়।

গাজীপুরে ১১টি  পোশাক তৈরি কারখানায় ভাঙচুর থেকে লুটপাটেরর ঘটনাও ঘটানো হয়। বেতন বৃদ্ধি, সপ্তাহে দুদিন ছুটিসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন ওষুধ কারখানাগুলিতেও ৩১ আগস্ট থেকে শ্রমিকেরা বিক্ষোভ ও অসন্তোষ দেখায়। এরফলে অস্থির পরিস্থিতির কারণে টাঙ্গাইলের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি কারখানা এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণাও করা হয়েছে।

Related Articles