আন্তর্জাতিক

চিন সফরে পাক বিদেশমন্ত্রী, ত্রিপাক্ষিক বৈঠকে জোর আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যে

Pak Foreign Minister visits China, trilateral meeting focuses on regional security and trade

Truth Of Bengal: অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সাময়িকভাবে সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নিলেও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। এমন পরিস্থিতিতেই প্রথম বিদেশ সফরে চিন যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সোমবার তাঁর বেজিং পৌঁছনোর কথা। সেখানে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এই সফর কেবল দ্বিপাক্ষিক নয়, ত্রিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ, মঙ্গলবার বেজিং পৌঁছবেন আফগানিস্তানের কার্যকরী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিন দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা এবং ভারত-পাক উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা নিয়ে আলোচনা হবে।

চিন বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর চিনের বিদেশমন্ত্রী ফোনে পাক বিদেশমন্ত্রীকে সমর্থন জানান। পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সবরকম পাশে থাকার আশ্বাস দেন ওয়াং ই। পাশাপাশি তিনি পাকিস্তানের বর্তমান সরকারকে সঙ্কট মোকাবিলায় প্রশংসাও করেন।

এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা, অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা নিয়ে উদ্বেগ—এই দুইয়ের মধ্যেই পাকিস্তান তার কূটনৈতিক সমীকরণ মজবুত করতে চাইছে পুরনো মিত্র চিনের সঙ্গে।

Related Articles