আন্তর্জাতিক

ফেনীতে ডায়রিয়ার প্রকোপ! আক্রান্তদের বেশিরভাগই শিশু, বাদ নেই নার্সরাও

Outbreak of diarrhea in Feni! Most of the victims are children, including nurses

Truth Of Bengal: যেন গোদের ওপর বিষফোঁড়া। বন্যার জল কমতে না কমতেই ফেনীতে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। জানা যাচ্ছে, হাসপাতালের নার্স থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ডায়রিয়ার কবলে পড়েছে। তালিকায় বাদ যায়নি ছোট ছোট শিশুরাও। চিকিৎসার জন্য সরকারি–বেসরকারি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড় চোখে পড়ছে। অনেকে আবার হাসপাতাল মুখো না হয়ে ঘরেই যে যার মতো চিকিৎসা নিচ্ছে।

আক্রান্ত রোগীদের তালিকায় সবথেকে ৯০ ভাগই শিশু বলে জানান চিকিৎসকেরা। ২২ আগস্ট থেকে বন্যার জলে ডুবে গিয়েছিল হাসপাতাল চত্বর।  কিছুদিন হল বন্যার জল অনেকটাই নেমেছে। হাসপাতালের নিচতলার প্রতিটি কক্ষ জলে ডুবে গিয়েছিল। এরফলে হাসপাতালের অনেক যন্ত্রপাতিও জলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে অনেক ওষুধপত্রও। ডায়রিয়া ওয়ার্ডটিও জলে ডুবে গিয়েছিল। শুক্রবার গোটা হাসপাতাল চত্বরেই রোগীদের ভিড় চোখে পড়েছে।

এক বিছানায় শিশুদের দুজন করে রাখা হয়েছে। আবার পাশাপাশি  অনেককে শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডের বাইরে বসে থাকতেও দেখা গেছে। শুধু সদর উপজেলা নয়, দূরদূরান্তের বহু উপজেলা থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এমনকি হাসপাতালটির একজন নার্স ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার ডায়রিয়া আক্রান্ত হয়ে বাড়িতেই আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ডায়রিয়ার প্রকোপ থাবা বসিয়েছে। তাঁর জন্য ডায়রিয়ার স্যালাইন এবং ওআরএসের সংকট আপাতত না থাকলেও পরবর্তীতে এর জোগান আরও অনেকটাই দরকার। ইতিমধ্যেই সদর হাসপাতালের বাইরে বিভিন্ন উপজেলা হাসপাতালে ডায়েরি নিয়ে এখনও পর্যন্ত মোট ১২২ জন সারাদিনে ভর্তি হয়েছেন বলেই জানা যাচ্ছে।

Related Articles