আন্তর্জাতিক

স্বাভাবিক ছন্দ থেকে বেরিয়ে আলোর কারসাজিতে অন্য এক পৃথিবীর অনুভূতিতে দুবাই

Out of the normal rhythm and manipulation of light, Dubai has a feeling of another world

The Truth of Bengal: যেন স্বপ্নের জগতে পাড়ি দিলেন পর্যটকেরা। যেদিকেই তাকানো যায় অদ্ভুত মন শান্ত করা সেই পরিবেশ। নাচ, গান হই হুল্লোড়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নতুনভাবে উন্নত প্রযুক্তির সহায়তায় শিল্প ও সংস্কৃতির সঙ্গে আলাপচারিতায় মাতলেন দুবাইয়ে আসা পর্যটকেরা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ পৌঁছে যাচ্ছে আলো-আঁধারি মাধ্যমে ফুটে ওঠা বিশালাকায় ছবির ভিতরে। সেখানে পৌঁছে গিয়ে নিজেই হয়ে উঠছে সে ছবির অংশ।

ডাউনটাউনে দুবাই মলের অন্যতম আকর্ষণ ‘আর্ট মিউজিয়াম দুবাই’ যেখানে প্রবেশ করলে বুঝে ওঠাই দায় যে এক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ ।মনে হবে যেন কোনও ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ে পৌঁছে গিয়েছে। গগনচুম্বী উচ্চতায়  পায়ের কাছে আছড়ে পড়ছে ঝর্ণার জল, যা ইনফানাইট ওয়াটারফল নামেই পরিচিত। আর একটু যদি এগিয়ে যাওয়া যায় তবে দেখা মিলতে পারে পাশ দিয়ে হেঁটে গেল বিশাল একটি হাতি।পুরো ব্যাপারটাই উপভোগ করার পর এটাই অনুভূতি হবে মনে এক পরম শান্তি দেওয়া বিশাল বিশাল ছবি।

এ এক অদ্ভুত আলো আধারি পরিবেশের মোহজাল যা আপনাকে অন্য এক পৃথিবীতে পৌঁছে দিতে পারে মুহূর্তের মধ্যে। এসবই  অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আলোর কারসাজি তৈরি করে।এছাড়াও রয়েছে আলোর সাহায্যে রোমাঞ্চকর পরিবেশে অতিথি আপ্যায়নের জন্য ক্যাফে বা টি জংশনের থেকে একেবারে আলাদা  স্বাদের ‘আর্ট টি বার’।  যেদিকেই চোখ পড়ে টিমটিমে আলোয় মায়াবি ,সে এক অদ্ভুত অনুভূতি। একজন টেবিলে এসে চায়ের পেয়ালা রাখলেন ।তারপরেই ম্যজিক , পেয়ালাতে ফুটে উঠতে দেখা গেল নানা রঙের  ফুলের ছবি আবার  হাতে কাপ  তুলতেই তা আবার মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল।

Related Articles