যান্ত্রিক ত্রুটি নাকি পাখিদের সঙ্গে ধাক্কা? কাজাখস্তানের বিমান দুর্ঘটনার নেপথ্যে কি ছিল?
Mechanical failure or bird strike? What was behind the Kazakhstan plane crash?

Truth of Bengal: ভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানের আকতাউ শহরে। ঘটনাটি ঘটেছে বুধবার। প্রাথমিক ভাবে জানানো হচ্ছিল মূলত যান্ত্রিক ত্রুটিই এই বিমান দুর্ঘটনার কারণ। তবে এখন যেটা জানা যাচ্ছে যে এই বিমান দুর্ঘটনার পিছনে মনে করা হচ্ছে রয়েছে পাখির ধাক্কা।
সূত্রের খবর আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে ১৯০ এই বিমান মাঝ আকাশে এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খায়। আর তারপরেই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমানের পাইলট প্রাণপণ চেষ্টা করে জরুরী অবস্থায় সঠিকভাবে বিমানটিকে অবতরণ করানোর জন্য। কিন্তু শেষমেশ তা আর হল না। ইতিমধ্যেই দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের এক ভিডিও প্রকাশ্যে এনেছে বিমানের মধ্যে থাকা এক যাত্রী।
The final moments of the Azerbaijan Airlines plane before its crash in Kazakhstan were captured by a passenger onboard.
Aftermath also included in the footage. pic.twitter.com/nCRozjdoUY
— Clash Report (@clashreport) December 25, 2024
জানা গেছে বিমানে যাত্রী সংখ্যা ছিলেন ৬২ জন। এবং ক্রু ছিলেন ৫ জন। সব মিলিয়ে মোট যাত্রী সংখ্যা ছিল ৬৭ জন। এই যাত্রীদের মধ্যে ৩৭ জন ছিলেন আজারবাইজানের, ১৬ জন ছিলেন রাশিয়ার আর ৬ জন ছিলেন কাজাখস্তানের এবং আরও ছিলেন ৩ জন যাত্রী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় প্রাণ বলি গেছে ৩৮ জনের, বহু জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
প্রকাশ্যে আসা ভিডিও থেকে বোঝা যাচ্ছে বিমানে দুর্ঘটনা হওয়ার আগে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। যার জেরে অনেকেই বিমানের সিট থেকে পড়ে যান। ফলে ভিডিওতেই দেখা যাচ্ছে বিমানে এই ঝাঁকুনির জেরে অনেকের মাথাও ফেটে গিয়ে রক্ত ঝড়ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বাঁচার জন্য মাঝ আকাশেই সাহায্য জন্য কাতর স্বরে আর্তনাদ করছিলেন, কেউ কেউ ভগবানের কাছে প্রার্থনাও করছিলেন যেন সুষ্ঠু ভাবে বিমান থেকে অবতরণ করতে পারেন। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।