আন্তর্জাতিক

করাচিতে গুলিতে নিহত মাসুদ ঘনিষ্ঠ জইশ নেতা, সন্ত্রাস দমনে পাকিস্তান আরও তৎপর হোক,চায় নয়াদিল্লি

Masood, close to ISIS leader, killed in Karachi shooting, wants Pakistan to do better in countering terrorism, New Delhi

The Truth Of Bengal : ভারত বিরোধী কাজে যুক্ত জইশই মহম্মদ।পাকিস্তানের মাটিতেই ঘুঁটি সাজানো হয় সন্ত্রাসের। জঙ্গি কার্যকলাপের কিনারা করতে পাকিস্তান সাহায্য করুক,আর্ন্তজাতিক মঞ্চে একথা বারবার দাবি করেছে নয়াদিল্লি।তবুও পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়িয়ে থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে।এরমাঝে করাচিতে গুলিতে মাসুদ ঘনিষ্ঠ জইশ নেতার মৃত্যুতে প্রশ্নের মুখে পড়ল পাকিস্কান।করাচির ওরাঙ্গি টাউন এলাকায় একটি ভারত বিরোধী সভায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় রহিমউল্লা তারিক।

পাক পুলিশ জানিয়েছে, ওরাঙ্গি টাউনে   এক ভারত-বিরোধী সভার আয়োজন করেছিল এক দল মৌলবাদী । মৌলানা তারিক সভায় যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক অজ্ঞাতপরিচয় আততায়ী। পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে মৌলানাকে গুলি করা হয়। আততায়ীর খোঁজে তল্লাশি চলছে।সেই ঘটনার পরই মৌলানা রহিমউল্লা তারিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তখন চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ৭ নভেম্বর পাক-অধিকৃত কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে উদ্ধার হয় লস্কর-ই-তইবা কমান্ডার খাজা শাহিদ ওরফে মিয়া মুজাহিদের মুণ্ডহীন দেহ।

২০১৮ সালে জম্মুর সুঞ্জওয়ান সেনা শিবিরে হামলার পিছনে শাহিদের হাত ছিল বলে দাবি ভারতের।তাই পাকিস্তান সবার আগে সন্ত্রাস দমনে সোচ্চার হোক,চায় নয়াদিল্লি।আর্ন্তজাতিক নানা মহলে এবিষয়ে ভারত যে চাপ বাড়াতে চায় তার আভাসও দিচ্ছে।ঘরোয়া সন্ত্রাসবাদী সংগঠনের রাশ নিয়ন্ত্রণ করে সবার আগে পাকিস্তান সন্ত্রাস দমনে সহযোগিতা করুক,এই দাবিও রাষ্ট্রসংঘ সহ নানা মঞ্চে রাখতে চায় ভারত।

FREE ACCESS

 

Related Articles