ত্রাতা স্মার্টওয়াচ, মার্কিন মুলুকে প্রাণ বাঁচাল ভারতীয় উদ্যোগপতির
Life-saving smartwatch saves Indian entrepreneur's life in US

Truth Of Bengal: মৌ বসু : বিপদের সময় ফের একবার ত্রাতা হয়ে দেখা দিল অ্যাপলের স্মার্টওয়াচ। এর আগে বহুবার অ্যাপল স্মার্টওয়াচের হেলথ ট্র্যাকারের অ্যালার্ট বা সতর্কবার্তা পেয়ে প্রাণ বেঁচেছে বহু মানুষের। হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে বেঁচে গেছেন তাঁরা। ঠিক সময় চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে। এবার কুলদীপ ধনখড় নামে এক ভারতীয় উদ্যোগপতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন অ্যাপলের স্মার্টওয়াচের দৌলতে।
আমেরিকার সান ফ্রান্সিসকোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্ম ‘Last9’ নামক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা কুলদীপ ধনখড়। এক্স হ্যান্ডেলের এক পোস্টে তিনি লেখেন, ‘রবিবার ক্যালিফোর্নিয়ার ইন্টারস্টেট ৫ এর কাছে দুর্ঘটনা ঘটে। অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছি। ট্রাফিকে গাড়ি দাঁড়িয়েছিল। সে সময় পেছনের গাড়ি সজোরে ধাক্কা মারে। আমরা নিরাপদেই আছি। তবে পেছনের গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। অ্যাপল স্মার্টওয়াচে ধরা পড়ে দুর্ঘটনা। স্মার্টওয়াচ আপনা থেকেই (অটো কল) হয়ে যায় ৯১১ নম্বরে। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজির হন এক পুলিশ আধিকারিক। আমরা দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে পারি ৩০ মিনিটের মধ্যে। নিরাপদে গন্তব্যে পৌঁছে যাই।’