ক্রমশই বাড়ছে কর্মী ছাঁটাই, তথ্যপ্রযুক্তি শিল্পে ‘সাইলেন্ট লে অফে’র কোপে বহু কর্মচারী
Layoffs on the rise, many employees in 'silent layoffs' in IT industry

The Truth of Bengal,Mou Basu: গোটা বিশ্বজুড়েই চাকরির বেহাল দশা। নতুন নিয়োগের পরিমাণ ক্রমশ কমছে। এরমধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা তথ্যপ্রযুক্তি শিল্পে। শুধু এবছরই এরমধ্যে ৯০ হাজারের বেশি কর্মী ছাঁটাই হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই চাকরি থেকে সরিয়ে দেওয়ার একটি নতুন ট্রেন্ড শুরু গেছে। ওয়াকিবহাল মহলের একাংশ এটিকে নিঃশব্দ ছাঁটাই বা Silent Layoff হিসাবে উল্লেখ করছেন। কিন্তু, প্রশ্ন হল, কী ভাবে এই নিঃশব্দ বা গোপন ছাঁটাই করা হচ্ছে? সূত্রের খবর, এই ক্ষেত্রে কর্মীদের কোম্পানিতে কোন নতুন ভূমিকায় কাজ খুঁজে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় ৩০ দিনের মধ্যে। যদি সেই কর্মী কোন নতুন ভূমিকায় কাজ খুঁজে পেতে ব্যর্থ হন, তাহলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এই পদ্ধতিতে বিভিন্ন সংস্থা কোন ঝামেলা ও সমালোচনা ছাড়াই অত্যন্ত গোপনে কর্মচারীদের ছাঁটাই করছে। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুসারে দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলি চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় ২-৩ হাজার কর্মচারীকে গোপনে ছাঁটাই করেছে। করোনা পরবর্তী সময় থেকে সারা বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা লক্ষ্য করা গেছে। ২০২২ সালের পর ২০২৩ সালেও অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফট এবং মেটার মত বৃহত্তর কোম্পানিগুলি হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে।
শুধুমাত্র ২০২২ সালেই বিভিন্ন সংস্থা থেকে মোট ২,৬২,৯১৫ কর্মীকে ছাঁটাই করা হয়। মূলত অর্থনৈতিক মন্দা, কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত নিয়োগের মতো বিষয়গুলির পাশাপাশি ব্যয় কমানোর লক্ষ্যে কোম্পানিগুলি তাদের কর্মীদের ছাঁটাইয়ের পথে হেঁটেছে। দীর্ঘ সময় ধরে ব্যাপক হারে ছাঁটাই চলার পর মনে করা হয়েছিল অন্তত এবছর এই প্রবণতা কমবে।কিন্তু এই ধরনের কোন লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি। এই বছরের শুরু থেকে ইতিমধ্যেই প্রযুক্তি খাতে ৯৮ হাজারেরও বেশ কর্মচারী তাঁদের কাজ হারিয়েছেন।