কিরগিজস্তান হস্টেলে হামলা, আতঙ্কিত ভারতীয় পড়ুয়াদের পাশে দূতাবাস
Kyrgyzstan hostel attack, embassy next to terrified Indian students

The Truth Of Bengal : কিরগিজস্তানে ছড়িয়ে পড়া হিংসায় ভারতীয় ছাত্রদের নিয়ে উদ্বেগপ্রকাশ। সে দেশের রাজধানী বিশকেকে বিরোধের জেরে বিদেশি শিক্ষার্থীদের হস্টেলে ঢুকে হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরাও আতঙ্কে রয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের হামলা থেকে বাঁচতে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিরগিজস্তানের রাজধানীতে বসবাসকারী সব ভারতীয় ছাত্রদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন। বিশকেকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান। ২৪ ঘণ্টার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল 0555710041। ভারতীয় দূতাবাস এক্স-হ্যান্ডেলে এই পোস্ট করেছে।
প্রায় দেড় হাজার ভারতীয় ছাত্র কিরগিজস্তানে রয়েছে বলে অনুমান। বেশিরভাগই মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করছেন। জানা গিয়েছে, গত ১৩ মে একটি হস্টেলে কিছু স্থানীয় ছাত্র এবং বিদেশি ছাত্রদের মধ্যে একটি ঝগড়া হয়েছিল। যার পরে স্থানীয়রা ঝামেলায় জড়িয়ে পড়ে। বিদেশি পড়ুয়ারা আক্রান্ত হন। যদিও কিরগিজস্তানের সরকার বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাজধানীর কিছু অংশে ঝামেলা মোকাবিলায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে সক্ষম হয়।
তবে পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা। পরিস্থিতি এখন আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণে রয়েছে, তবে যে কোনও সময় ফের ভয়ঙ্কর হতে পারে। কারণ ঝামেলায় জড়িয়ে পড়া স্থানীয়রা এখনও ক্যাম্পাসের চারপাশে ঘোরাঘুরি করছে। যেখানে নিরাপত্তা বাহিনী বা পুলিশের উপস্থিতি তেমন নেই। এই ঘটনায় ভারতীয় ছাত্রদের নিয়ে চিন্তিত দূতাবাস। পড়ুয়াদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।