আন্তর্জাতিক
এলন মাস্ককে হারিয়ে বিশ্বের ধনী ব্যক্তি জেফ বেজোস
Jeff Bezos is the richest man in the world, beating Elon Musk

The Truth of Bengal,mou basu: ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। টেসলার সিইও তথা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ককে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব উঠেছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মাথায়।
এই প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মসনদ-চ্যূত হয়েছেন মার্কিনি শিল্পদ্যোগী তথা ধনকুবের এলন মাস্ক। এই মুহূর্তে ব্লুমবার্গ ইনডেক্সের তালিকায় জেফ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সম্পত্তির পরিমাণ ২০০.৩ বিলিয়ন মার্কিন ডলার।
টেসলার সিইও এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের গত এক বছরে লাভ হয়েছে ২৩ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে টেসলার সিইও এলন মাস্ক খুইয়েছেন ৩১ বিলিয়ন মার্কিন ডলার।