চুরি হয়ে গেল মোদির দেওয়া যশোরেশ্বরী কালীর সোনার মুকুট
Jashoreswari Kali's golden crown given by Modi was stolen

Truth Of Bengal: চুরি গেল সোনার মুকুট! বৃহস্পতিবার দুপুরে ওপার বাংলার সাতক্ষীরার বিখ্যাত ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরের দেবী কালীর সোনার মুকুট চুরি হয়ে গিয়েছে। চুরি যাওয়া এই মুকুটটি উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
At the Jeshoreshwari Kali Temple. pic.twitter.com/XsXgBukg9m
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
বিখ্যাত এই ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরটি সাতক্ষীরার শ্যামনগর এলাকায় অবস্থিত। হিন্দু পুরাণ মতে এটি নাকি ৫২ শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। কয়েক বছর আগে ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরে যশোরেশ্বরী কালী মন্দির দর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় তিনি ওই মাতৃ প্রতিমার মাথায় রুপোর উপরে সোনার জল করা একটি বহুমূল্য মুকুট পরিয়ে দেন। এবার সেই মুকুটটি কেউ চুরি করে নিয়েছে। মন্দিরের পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় এই মুকুট চুরির বিষয়ে বলেন, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নিত্য পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি, তার পর মন্দির পরিষ্কার করতে আসা কয়েকজন কর্মী দেখেন দেবীর মাথায় মুকুট নেই।
কয়েক প্রজন্ম ধরে এই মন্দিরের দেখভাল করে চলেছেন স্থানীয় বাসিন্দা জ্যোতি চট্টোপাধ্যায়। এই সোনার মুকুট চুরির কথা তিনিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ওদেশের শ্যামনগর থানার পুলিশ তাইজুল ইসলাম জানান, মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরকে চিহ্নিত করা গিয়েছে। তবে এখনও পর্যন্ত না চোরকে ধরা যায়নি, উদ্ধার হয়নি সেই মুকুট।