আন্তর্জাতিক

গাজার শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলা, নিহত ২২

Israeli attack on Gaza refugee camp, 22 killed

Truth Of Bengal : প্যালেস্টাইনেরর গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এ হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। প্যালেস্টাইনেরর ওয়াফা সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এর আগে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইজরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা বোমা জাবালিয়ার বহুতল ভবনে পড়েছে। চারটি বাড়ি ধ্বংস হয়েছে। নিহত মানুষের মধ্যে নারী, শিশু ও প্রবীণ রয়েছেন। ওয়াফা নিউজের তথ্য অনুযায়ী, হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন ১৪ জন। গাজা নগরীর তুফা এলাকায় একটি বাড়িতে ইজরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে প্যালেস্টাইনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

Related Articles