আন্তর্জাতিক

Indonesia: ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা! ১৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রশাসন জানিয়েছে, বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে রাজধানী জাকার্তা থেকে যোগকার্তার দিকে যাচ্ছিল।

Truth of Bengal: ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। রবিবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাঁরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসন জানিয়েছে, বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে রাজধানী জাকার্তা থেকে যোগকার্তার দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপথে একটি টোল রোডের কাছে পৌঁছানোর পর বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি কংক্রিটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসটি সেখানেই উলটে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় এবং ভেতরে ভাঙা কাচ ছড়িয়ে থাকায় আটকে পড়া যাত্রীদের বের করে আনতে শুরুতে বেশ বেগ পেতে হয়েছে। বাসের ভেতর থেকে একে একে ১৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বাসটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। সেই কারণেই বাঁক নেওয়ার সময় বা অন্য কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।