আন্তর্জাতিক

জন্মদিন বদলে গেল মৃত্যুদিনে, মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

Indian student's birthday changed to death date, stirs up controversy in US

Truth Of Bengal: মর্মান্তিক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য। ২৩ বছর বয়সী ছাত্র ভুলবশত গুলি চালায় যা লাগে তার নিজেরই গায়ে। ওই ছাত্রের জন্মদিনের দিনই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।

জানা যায়, ঘটনাটি ১৩ নভেম্বরের। ওই পড়ুয়ার নাম জানা যায় আরিয়ান রেড্ডি। জর্জিয়ার আটলান্টায় তার বন্ধুদের সঙ্গে তার জন্মদিন উদযাপন করছিলেন। উদযাপনের সময়, আরিয়ান তার একটি বন্দুক বের করে পরিষ্কারের জন্য। এমন সময় অসাবধানতাবশত গুলি চলে, এবং গুলি গিয়ে লাগে তার বুকে। রক্তাত্ব অবস্থায় লুটিয়ে পড়ে আরিয়ান। তার বন্ধুরা অন্য ঘরে ছিল। গুলির শব্দ শুনে তারা যখন আরিয়ানের ঘরে আসে, হতবাক যায় প্রত্যেকে। তাদের বন্ধুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, রেড্ডি আটলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি তেলেঙ্গানার ভুবনগিরি জেলার বাসিন্দা, তবে তার পরিবার বর্তমানে উপ্পল জেলায় বসবাস করে। আরিয়ানের মৃত্যুর খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফে। সেই খবর পেয়ে আটলান্টায় পৌঁছয় আরিয়ানের পরিবার। শুক্রবার রাতে তাঁর দেহ ভারতে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles