আন্তর্জাতিক

অস্থিরতা না কাটলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে কারখানা, হুমকি পোশাক মালিকদের

If the unrest does not end, the factory will be closed indefinitely

Truth Of Bengal: কারখানা বন্ধের হুমকি! শ্রমিক বিক্ষোভের জেরে যে অস্থিরতা চলছে অস্থিরতা যদি না কাটে তাহলে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে কারখানা, এমনই হুমকি দিয়েছে পোশাক কারখানার মালিকরা।

ঢাকায় ১৪ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির কার্যালয়ে কারখানার মালিক ও সংগঠনের সঙ্গে বৈঠক হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। আর সেই বৈঠক শেষেই বিজিএমই -এর তরফ থেকে বলা হয়, অস্থিরতা যদি না কমে তাহলে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে কারখানা।

তারপর এই ঘটনাকে কেন্দ্র করে বেজিএমইএর ওই সিদ্ধান্তকে সমর্থন জনিয়েছে বাংলাদেশ নিউ ইয়ার ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। এখন শুধু অপেক্ষা আদৌ কি অস্থিরতা কাটবে? নাকি রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে কারখানা!

Related Articles