“আমি আত্মঘাতী হব না”- ফাইজার সংস্থার তথ্য ফাঁসকারীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব
"I will not commit suicide" - Pfizer whistleblower's viral video has the world in a frenzy

The Truth Of Bengal : একটা মৃত্যুর আতঙ্ক গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। মৃত্যুর আশঙ্কায় কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওতে এক মহিলা জানিয়েছেন তাঁর যদি কোন ভাবে মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে বড় বড় ফার্মাসিটিক্যাল সংস্থাগুলি। দায়ী থাকবে টেকনিক্যাল বিভাগের সদস্যরা বা সে দেশের সরকার। ভিডিওটি পোস্ট হয় চলতি মাসের ৮ তারিখে। ভারতীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে এই ভিডিওটি ৮ মে পোস্ট করেছিলেন মেলিসা ম্যাকেটি। সেখানে নিজের পরিবার সম্পর্কে বিভিন্ন তথ্য জানান। জানান তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে সুখী পরিবারে বসবাস করেন তিনি। তাদের পরিবারে কোন অশান্তি নেই। প্রত্যেকের মধ্যে রয়েছে গভীর ভালোবাসার সম্পর্ক। তিনি কখনোই নিজে থেকে আত্মঘাতী হবেন না।
মিলিশা ম্যাকেটি ফাইজার কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ওই সংস্থার তথ্য ফাঁসের। প্রথম অভিযোগ উঠেছিল ২০২১ সালের অক্টোবর মাসে। এই তথ্য ফাঁস নিয়ে তোলপাড় হয় গোটা বিশ্ব। ভ্যাকশিন ল্যাব টেস্টিংয়ে মানব ভ্রূণের টিস্যু থেকে প্রাপ্ত সেল লাইনের ব্যবহার সম্পর্কে দাবি সহ কোম্পানির ইমেইল গুলি ফাঁস করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর আগেও এক তথ্য ফাঁসকারী বা হুইসেল ব্লোয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছিল। নাম যশুয়া ডিন। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি গত সপ্তাহে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সঙ্গে নিউমোনিয়া ছিল তার। দিনের বিরুদ্ধে শেয়ারহোল্ডার মামলায় অভিযোগ ছিল। সেখানে তিনি জবানবন্দীও দিয়েছিলেন। তার আগে আরও একজন বোয়িং হুইসেল ব্লোয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছিল। জন বার্নেটের মৃত্যু হয় গত মার্চ মাসে। শরীরে আঘাত থেকে তার মৃত্যু হয় বলে রিপোর্টে উঠে আসে।
I AM A PFIZER WHISTLEBLOWER
THE ONLY ONE ACTUALLY EMPLOYED AS A LONG TERM PFIZER EMPLOYEEI AM TIRED.
I am tired of feeling like an imposter.
I am tired of feeling like I have no hope.
I am tired of fighting, debating, posting, researching..But I am NOT suicidal. I have a… pic.twitter.com/NcSy9R2Hho
— Melissa McAtee (@MelissaMcAtee92) May 8, 2024
এবার প্রায় একই অভিযোগে অভিযুক্ত মেলিসা ম্যাকেটি। আর সেই আশঙ্কা থেকে সোশ্যাল মাধ্যমে ভিডিও পোস্ট করে স্পষ্ট জানিয়েছে সে কোনভাবেই আত্মঘাতী হবেন না। যদি তার মৃত্যু হয় সেক্ষেত্রে তার দায় সম্পূর্ণভাবে ফাইজার কোম্পানিগুলোর উপর থাকবে। তিনি আরও জানিয়েছেন মৃত্যুর আশঙ্কায় তাঁর জীবনের সব আশা শেষ হয়ে গিয়েছে। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় বোয়িং হুইসেল ব্লোয়ারের মৃত্যুর পর থেকেই যে মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে এ ধরনের ভিডিও প্রকাশ তার থেকেই। অবশ্য এই ভিডিও নিয়ে কোন রকম মন্তব্য করেনি ফাইজার সংস্থা।