আন্তর্জাতিক

মিনেসোটায় হাড়হিম ঘটনা! পরিবারের ৪ জনকে গুলি করে আত্মঘাতী অ্যান্থনি

Horrific incident in Minnesota! Anthony shoots 4 family members, commits suicide

Bangla Jago Desk: আমেরিকার মিনেসোটায় হাড়হিম ঘটনা! পরিবারের চারজনকে গুলি করে আত্মঘাতী বছর ৪৬ এর অ্যান্থনি নেফিউ। নিউ ইয়র্ক পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে গত ৭ নভেম্বর যখন একটি আবাসন থেকে নেফিউয়ের প্রাক্তন পার্টনার এরিন আব্রামসন ও তাঁদের ছেলে জেকব নেফিউয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।এরপরেই নেফিউয়ের স্ত্রী ক্যাথরিন ও তাঁদের ছেলে অলিভারের মৃতদেহ উদ্ধার হয় আরেকটি অ্যাপার্টমেন্ট থেকে। এই হাড়হিম হত্যাকাণ্ডর পর গুলি করে আত্মঘাতী হন অ্যান্থনি, এমনটাই জানা যায় ওই রিপোর্টে।

মানসিক অসুখে ভুগছিলেন অ্যান্থনি? দ্য অ্যাসোসিয়েটেড প্রেসে ডুলুথ পুলিশ জানায়, মানসিক সমস্যার প্যাটার্ন লক্ষ করা গেছিল নেফিউয়ের আচরণে। প্রসঙ্গত, নিজের সোশ্যাল মিডিয়া সাইটে ট্রাম্প-বিরোধী পোস্ট শেয়ার করতেন অ্যান্থনি। ‘আমার মানসিক স্বাস্থ্য এবং এই পৃথিবী শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে না, কারণটা হচ্ছে ধর্ম’, জুলাইয়ে পোস্ট করেছিলেন অ্যান্থনি।

আরেকটি পোস্টে রিপাবলিকানদের নারী-বিরোধী বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। অন্য একটিতে শেয়ার করেছিলেন ওবামা, বাইডেন, হ্যারিস এবং ট্রাম্পের ছবি. ট্রাম্পের ছবির নিচে ‘হেট’ লেখা, ডেমোক্র্যাটদের ছবির নিচে লেখা ‘হোপ, হিল, গ্রো’। তদন্ত চালাচ্ছে পুলিশ. তবে, খুনের সঠিক উদ্দেশ্য নিয়ে এখনও বিস্তর ধোঁয়াশা রয়েছে।

Related Articles