আন্তর্জাতিক

Hong Kong: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ১৩

এটিকে ১৯৯৬ সালের গারলি বিল্ডিং অগ্নিকাণ্ডের পর থেকে হংকংয়ের সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

Truth of Bengal: উত্তর হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসন কমপ্লেক্সে বুধবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যা এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই বিধ্বংসী ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। এটিকে ১৯৯৬ সালের গারলি বিল্ডিং অগ্নিকাণ্ডের পর থেকে হংকংয়ের সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

প্রথমে এই ঘটনায় ‘৪ নম্বর অ্যালার্ম’ জারি করা হলেও, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠায় পরে এটিকে দেশের সর্বোচ্চ বিপদ সংকেত ‘৫ নম্বর অ্যালার্মে’ উন্নীত করা হয়েছে। হংকংয়ের দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর এই বিপজ্জনক অভিযানে লড়াই করতে গিয়ে এক জন অগ্নিনির্বাপণ কর্মীরও প্রাণহানি হয়েছে। হাং চিওং কোর্টের লিফটের বাইরে গুরুতর আহত অবস্থায় হংকং দমকল বিভাগের অফিসার হো-কে উদ্ধার করা হয়। ৪৪ মিনিট ধরে চিকিৎসার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বর্তমানে এই বিশাল আবাসন কমপ্লেক্সের ২,০০০ অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে সাতটিতেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৭০০ জনেরও বেশি কর্মী, দমকলের ১০০টিরও বেশি ইঞ্জিন এবং ৫৭টি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছে। হংকং দমকল বিভাগের কর্তারা জানিয়েছেন, ভবনের উপরের দিকে পৌঁছতে দমকলকর্মীরা তীব্র তাপ এবং অন্ধকারের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরই মধ্যে সাতশোরও বেশি বাসিন্দাকে নিরাপদে জ্বলতে থাকা ভবনগুলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles