হিজাব বিদ্রোহী হয়ে মিলেছিল সাজা, এবার কারামুক্ত হলেন ফায়েজি
Hijab rebel was sentenced, this time Fayezi was released from prison

Truth Of Bengal: ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পড়ায় নীতি পুলিশের মারে প্রাণ হারিয়েছিলেন কুর্দ তরুণী মাহসা আমিনি। সে বছর ওই নৃশংস ঘটনার গর্জে উঠেছিল ইরান। তারপর শুরু হয় হিজাব বিদ্রোহ। আর সেই বিদ্রোহের প্রধান মুখ ছিলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আকবর হাসেমি রাফসানজানির কন্যা ফায়েজি হাসেমি। ২০২২ সালে তাঁকে এই প্রতিবাদে উস্কানি এবং হিংসা ছাড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়। তবে এবার শেষমেশ মুক্তি পেলেন তিনি। ইরানের একাধিক সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে।
২০২২ সালের সেই প্রতিবাদের তীব্রতা বর্তমানে খানিকটা কমলেও তার রেশ এখনো নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। তবে তাতে কোনোরকম ভ্রুক্ষেপ নেই তেহরানের। হিজাব পরা নিয়ে তারা একাধিক বিধি নিষেধ আরোপ করে চলেছে। সেই দু বছর আগে প্রতিবাদে উষ্কানি দেওয়ার জেরে গ্ৰেফতার হয়েছিল হাসেমি। তারপর সেই ঘটনা পৌঁছায় আদালতে। তারপর বুধবার তেহরানের এভিন জেলা থেকে ছড়িয়ে পড়ে তাই কারা মুক্তির কথা। হাসেমির আইনজীবী মহম্মদ হোসেন আগাসি জানান, আপিল আদালতের রায় প্রকাশের পরই মুক্তি পেয়েছেন হামেসি।
বরাবরই নারীদের অধিকারের জন্য লড়াই করে এসেছেন হামেসি। তিনি সংসদ থাকার পাশাপাশি সমাজকর্মী হিসাবেও পরিচিত।