আন্তর্জাতিক

খুনের মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু, অপরদিকে ৫ বছর পর মুক্তি পেলেন রহমানি

Hasanul Haque Inu was arrested in the case of murder, on the other hand Rahmani was released after 5 years of imprisonment

Truth Of Bengal: সোমবার  গ্রেফতার হলেন বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল  (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু। তিনি হাসিনা সরকারের একটি দফায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। সোমবার ইনুকে খুনের মামলা দিয়ে ঢাকায় তাঁর উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এবারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে কুষ্টিয়ায় নিজের আসনে হেরে গিয়েছেন ইনু। জসিমউদ্দিন রহমানি নামের এক জঙ্গি সংগঠনের মাথা যাকে সোমবারই  এক খুনের মামলায় ৫ বছরের কারাদণ্ডের পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে  গাজীপুরের হাই সিকিয়োরিটি কারাগার থেকে।

জানা যাচ্ছে, রহমানির বিরুদ্ধে একাধিক  সন্ত্রাস-বিরোধী আইন সংক্রান্ত মামলা রয়েছে আর সেই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে তাঁর ওপর হওয়া সব  মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। আর প্রত্যাহারের পরই তাঁকে সোমবার মুক্তি দেওয়া হয়। যদিও এর আগে এই জঙ্গি বোনের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মুক্তি পেয়েছিলেন।

সম্প্রতি বাংলাদেশের আর এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন  হিজবুত তাহরীর-কে ঢাকার রাস্তায় মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল। এর আগে কোটা আন্দোলনের সময় বেশ কিছু জেল ভেঙ্গে অনেক জঙ্গিরা মুক্তি পেয়েছেন। এমনকি আরও বেশ কিছু  সংগঠনের কট্টর জঙ্গিরা জেল থেকে বেরিয়ে এসে নিজেকে আড়ালে রেখেছিল।

Related Articles