আন্তর্জাতিক

লেবানন প্রদেশ থেকে হামলা ইজরায়েলে

Hamas attack from lebanon

The Truth of Bengal: হার মানছে না কেউই। ক্রমাগত সংঘাত বেড়েই চলেছে হামাস ও ইজরায়েলের মধ্যে। গাজার পাশাপাশি এবার লেবানন প্রদেশ থেকে ইজরায়েলের ওপর হামলা চালাচ্ছে হেজবুল্লাহর সহযোগিতায় হামাস জঙ্গির একাংশ ।ইজরায়েলের নৃশংসতার জবাব দিতে প্যালেস্টাইনের কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হামাসের একটি গ্রুপ কাসাম ব্রিগেডস  দক্ষিণ লেবানন থেকে ইজরায়েলের হাইওয়ে প্রদেশে ১৬ টি রকেট নিক্ষেপ করে হামলা চালায়।

ইজরায়েল ও হামাস যুদ্ধে এখনও পর্যন্ত শুধুমাত্র গাজায় মৃত্যু সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছে অধিকাংশই শিশু এবং মহিলা। হামাসের দাবি ইজরায়েল সেনা গাজাবাসীদের ঘরে ঢুকে হামলা চালাচ্ছে । অন্যদিকে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গত ৭ ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলে মৃতের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই। যার মধ্যে বেশিরভাগই ইজরায়েল জনসাধারণ। এছাড়াও হামাস বহু  ইজরায়েলবাসীকে পনবন্দিও করেছে।

ইরান সমর্থিত হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী হামাসের বন্ধু হওয়ায় ইজরায়েল ও হামস সংঘর্ষে লেবানন ও ইজরায়েল সীমান্তেও উত্তেজনা চরমে। ৭ ই অক্টোবর থেকে ইজরায়েলের আন্তঃ সীমান্ত সংঘর্ষে লেবাননে অন্তত ৮১ জন মারা গেছে। যার মধ্যে ৫৯ জন ই হেজবুল্লাহ যোদ্ধা। ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডস এর পক্ষ থেকে জানানো হয়েছে গাজা উপত্যাকা ধ্বংস, ইজরায়েল যে ভাবে জনসাধারণ দের নির্বিচারে হত্যা করছে সেই সবের বিরুদ্ধে এই হামলা চালানো হয়।

Related Articles