ফের ট্রাম্পের সভায় বন্দুকবাজ, তা হলে কি খুনের চেষ্টা! চলছে জল্পনা
Gunman at the Trump meeting again, then what is the attempt to murder! There is speculation

The Truth of Bengal: সত্যিই কি খুনের ছক চলছে ডোনাল্ড ট্রাম্পকে? আগের হামলার রেশ কাটতে না কাটতেই আবার ট্রাম্পের সভায় বন্দুকবাজ। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেফতার এক আততায়ী। ওই সভায় কানে ব্যান্ডেজ উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু বন্দুক নয়, ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। ওই যুবককে অবশ্য সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে মেরে ফেলে পুলিশ।
এখন কানে ব্যান্ডেজ বাঁধা আছে ডোনাল্ড ট্রাম্পের। এদিন আমেরিকার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে হাজির ছিলেন ডোনাল্ড ট্রাম্প-দহ দলের সব শীর্ষ নেতারা। নিরাপত্তায় কড়াকড়ি ছিল। তা সত্ত্বেও মুখে স্কি মাস্ক পরে সভায় ঢুকতে যায় এক যুবক। সন্দেহ হতেই বাধাদেয় পুলিশ। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একে ৪৭ রাইফেল। মেলে প্রচুর কার্তুজ। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায় পুলিশ।
ঘটনার এখানেই শেষ নয়। এই সভাস্থলের আশপাশে ছুরি নিয়ে ঘুরতে দেখা যায় এক যুবককে। পুলিশ দেখতে পাওয়ার পর তাকে ছুরি ফেলে দিতে বলে। কথা না শোনায় তাকে গুলি করে হত্যা করে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারে আক্রান্ত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য বেঁচে যান তিনি। সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিওতে মৃত্যু হয় ওই বন্দুকবাজের। সেই ঘটনা নিয়ে এখনও উত্তাল আমেরিকা। থিতিয়ে যাওয়ার আগেই আবার ট্রাম্পের সভায় বন্দুকবাজের উপস্থিতি। যা ভাবাচ্ছে নিরাপত্তা বাহিনীর।