
The Truth of Bengal: ক্রমেই বেড়ে চলেছে পৃথীবির তাপমাত্রা। বিশ্ব উষ্ণায়নের জেরে নাজেহাল পৃথিবীবাসী। বিশ্বজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে গ্রিনল্যান্ডের হিমবাহ গত ২০ বছরের তুলনায় পাঁচগুণ দ্রুত গতিতে গলতে শুরু করেছে। একথা জানিয়েছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা বলছেন, হিমবাহ গলে যাওয়ায় সাগরের জলও আশঙ্কাজনকহারে বাড়ছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই হিমবাহ পুরোপুরি গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২০ ফুট বেড়ে যাবে।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক অ্যান্ডারস অ্যাঙ্কার বজর্ক বলেন, গ্রিনল্যান্ডের এক হাজার হিমবাহের সমীক্ষায় দেখা গেছে, গত দুই দশকে বরফ গলার হার একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। হিমবাহগুলোতে প্রতি বছর গড়ে ২৫ মিটার করে বরফ গলে যাচ্ছে। মাত্র দুই দশক আগেও যা ৫ থেকে ৬ মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আরহাস ইউনিভার্সিটির ক্লাইমেট ইনস্টিটিউটের ইনস্টিটিউট ডিরেক্টর জর্গেন ইভিন্ড ওলেসেন বলেছেন, এই তাপমাত্রা কমিয়ে আনতে হলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।
গবেষনার মধ্যমে জানা গিয়েছে, ২০০৩ থেকে ২০১৬, এই ১৪ বছরে উপর থেকে নীচ পর্যন্ত হিমবাহটি প্রায় ৫০০ ফুট বা ১৫২ মিটার পাতলা হয়ে গিয়েছিল। কিন্তু তার পর ২০১৬ থেকে তা একটু একটু করে পুরু হতে শুরু করেছে, তার যে দিকটা সমুদ্র লাগোয়া, সেই উত্তর অতলান্তিক মহাসাগরের জল আচমকাই খুব বেশি ঠান্ডা হয়ে পড়ে। তবে বিশ্বউষ্ণায়নের জেরে ক্রমেই সেই হিমবাহ গলার গতি রতান্নিত হওয়ায় পরিবেষ বিশষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে।
Free Access