কারাগার থেকে উধাও প্রাক্তন মন্ত্রীর সোয়েটার! কী জানাল কারা কর্তৃপক্ষ?
Former minister's sweater missing from prison! What did the prison authorities say?

Truth Of Bengal: জেল থেকে উধাও প্রাক্তন মন্ত্রীর সোয়েটার। অবাক লাগলেও এমনই অভিযোগ উঠে এসেছে বাংলাদেশে। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী সদস্যদের গ্রেফতার করা হয়। সেই তালিকায় রয়েছেন তৎকালীন সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২০২৪ সালের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে জেলবন্দি রয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। সেই মন্ত্রীরই সোয়েটার উধাওয়ের ঘটনায় শোরগোল। কারাগারের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
প্রাক্তন মন্ত্রী অভিযোগ করেন, তার দুটি সোয়েটার হারিয়ে গেছে। তার কাছে বেশি পোশাক নেই। তাঁর এই অভিযোগের পরেই বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, “সোয়েটারগুলো হারিয়ে যায়নি। সোয়েটার-সহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই পাওয়া গিয়েছে। পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।”
এই প্রসঙ্গে কারা তত্ত্বাবধায়ক বলেন, “পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দির কোনও জিনিস হারানোর সুযোগ নেই।”