নক্ষত্র পতন রাজনৈতিক মহলে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে কি বললেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা?
Falling stars in the political circle, what did former President Barack Obama say about former Prime Minister Manmohan Singh?

Truth Of Bengal : এবার শোকের ছায়া রাজনৈতিক মহলে। আচমকাই নক্ষত্র পতন হল রাজনৈতিক জগতে। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়াণে শকাহত দেশ তথা বিদেশের রাজনৈতিক মহল। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। তারপরেই তাঁকে AIIMS এর জরুরী বিভাগে ভর্তি করানো হয়। সেখানেই রাতেই তিনি প্রয়াত হন। রাত ৯ টা ৫১ মিনিট নাগাদ তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই গভীরভাবে শোকাহত রাজনৈতিক মহল।
তিনি এমনই একজন ব্যক্তি যে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি বলেছিলেন যখন মনমোহন সিং কথা বলেন তখন সারা বিশ্ব মন দিয়ে তাঁর কথা শোনেন। ২০২০ সালে ওবামার প্রকাশিত বই বের হয় যার নাম ‘এ প্রিজমড ল্যান্ড’ । সেখানেও মনমোহন সিং এর প্রশংসা করেছিলেন তিনি। ভারতের অর্থনীতির আধুনিকীকরণের পিছনে প্রধান হাত রয়েছে মনমোহন সিং এর এই কথা ওবামার ‘এ প্রিজমড ল্যান্ড’ বইতে লেখা আছে। ভারতের দারিদ্রের সংখ্যা অনেকটাই বেশি, আর তাদের অধিকাংশকেই দারিদ্রতার হাত থেকে বের করে এনেছেন এই মনমোহন সিং। ওবামার মতে তাঁর দৃষ্টিতে মনমোহন সিং একজন বুদ্ধিমান, চিন্তাশীল এবং রাজনৈতিক ভাবে সৎ মানুষ।